রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা চূড়ান্ত আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ২১ জুন বিকেল ৬টা পর্যন্ত।
বুধবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুক প্রাথমিক আবেদনকারীর মধ্য হতে এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদনকারী নির্বাচন করা হয়েছে। প্রতিটি ইউনিটে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা বা সমমানের শিক্ষার্থীরা চূড়ান্ত আবেদন করতে পারবেন।
এবার ‘এ’ ইউনিটে (মানবিক) চূড়ান্ত আবেদনকারী বিজ্ঞান শাখা থেকে সর্বনিম্ন জিপিএ-৫, মানবিক শাখা থেকে ৪ দশমিক ৫৭ ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৪ দশমিক ৯২ পয়েন্টধারীরা সুযোগ পেয়েছে।
‘বি’ (বাণিজ্য) ইউনিটে চূড়ান্ত আবেদনকারী নির্বাচনের ক্ষেত্রে এইচএসসির ফলাফল সর্বনিম্ন বিজ্ঞান শাখা থেকে জিপিএ ৫, মানবিক থেকে ৪ দশমিক ৫৮ এবং ব্যবসায় শাখা থেকে নির্ধারণ করা হয়নি।
এছাড়া ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে আবেদনের ক্ষেত্রে প্রাথমিক আবেদন কারীর এইচএসসি পরীক্ষার রেজাল্ট বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ-৫ পয়েন্টধারীরা সুযোগ পাবে।