প্রচ্ছদ ›› শিক্ষা

রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে বিসিএস কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
৩১ মে ২০২৩ ১৮:৫৩:৫৫ | আপডেট: ২ years আগে
রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে বিসিএস কর্মকর্তা গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রেপ্তার হয়েছেন উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা (বিসিএস নন-ক্যাডার)।

বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও তদন্ত) বিজয় বসাক।

জানা গেছে, অভিযুক্ত ওই কর্মকর্তার নাম শেখ আবু হানিফ। তিনি মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ-ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে অন্যের হয়ে অংশ নিয়েছিলেন। পরে তাকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন।

পুলিশ কর্মকর্তা বিজয় বসাক বলেন, ‘ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে এ পর্যন্ত সাতটি মামলা করেছেন। এর মধ্যে ছয়টি মতিহার এবং একটি চন্দ্রিমা থানায়। এগুলোতে আমরা এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করতে পেরেছি। এর মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন। তার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। তিনি ৩৮তম বিসিএসের নন-ক্যাডার কর্মকর্তা। বর্তমানে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।’