প্রচ্ছদ ›› শিক্ষা

রাবিতে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৮:৪২ | আপডেট: ২ years আগে
রাবিতে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে শোকজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীকে হল কক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন এবং শিবির ট্যাগ দিয়ে মেরে ফেলার হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

গতকাল শনিবার রাতে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আলী ও যুগ্ম-সাধারণ সম্পাদক সোলাইমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণসহ লিখিত জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে রাবি শাখা ছাত্রলীগের দপ্তর সেলে যেনো তারা জমা দেয়।

সব নেতাকর্মীকে নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল নেতৃবৃন্দ ও বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল হল, অনুষদ ও বিভাগ কমিটির সকল নেতাকর্মীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ সমুন্নত রাখা, গঠনতান্ত্রিক আদর্শিক রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখা ও স্মার্ট ক্যাম্পাসের উপযোগী স্মার্ট ছাত্র রাজনীতি বিনির্মাণে সচেষ্ট থাকার নির্দেশ দেওয়া হলো।’

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া জানান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সে বিষয়ের সত্যতা যাচাই করতে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আশা করি, নির্দিষ্ট কার্যদিবসের মধ্যে তারা সুস্পষ্ট কারণ জানাবেন।

গত রোববার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে কৃষ্ণ রায় নামে এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং শিবির বলে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আলী ও যুগ্ম-সাধারণ সম্পাদক সোলাইমানের বিরুদ্ধে। এ ঘটনায় দুদিন পর মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ প্রদান করেন ভুক্তভোগী শিক্ষার্থী।