প্রচ্ছদ ›› শিক্ষা

রাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৪৮:৩৩ | আপডেট: ৩ years আগে
রাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এক মাস বন্ধ থাকার পর আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীর ক্লাস শুরু করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চলবে। অফিস আগের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

গত ২১ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ দিন বন্ধ রাখার নির্দেশ দেয়। ওই দিন বিকেলে এক জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অফিস সীমিত পরিসরে খোলা রেখে সশরীরে ক্লাসে পাঠদান ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়।