করোনাভাইরাস মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলমান ছুটি অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণলায়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয়।
প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তাররোধে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ২০২০ সালের ১৭ই মার্চ থেকে বন্ধ ঘোষণা করে সরকার।
এরপর কয়েক দফা এ ছুটি বাড়িয়ে সর্বশেষ ৩১শে আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে সরকার।