প্রচ্ছদ ›› শিক্ষা

শিক্ষাকে আনন্দময় করতে নতুন শিক্ষাব্যবস্থা করা হবে: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২২ ১৭:৪৬:১৮ | আপডেট: ৩ years আগে
শিক্ষাকে আনন্দময় করতে নতুন শিক্ষাব্যবস্থা করা হবে: দীপু মনি

শিক্ষাকে আনন্দময় করলে বিষয়টি আত্মস্থ করতে শিক্ষার্থীদের জন্য সহজ হবে। তাই আগামী বছরের শুরুতে নতুন শিক্ষাব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ‘নবীন বরণ ও ব্লেন্ডেড লার্নিং সল্যুশনের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে ৪র্থ শিল্প বিপ্লবের কথা বলা হচ্ছে। এজন্য আমাদের শিক্ষার্থীদের সেভাবে গড়ে তুলতে হবে। শুধু বিজ্ঞানমনষ্ক নয়, তাদের দক্ষ এবং যোগ্য করে তুলতে হবে। যাতে দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে আমাদের নতুন নতুন দক্ষতা কাজে লাগতে পারে।’

আরও পড়ুন- ঢাবি’র ভর্তি পরীক্ষা শুরু ৩ জুন, প্রতি আসনে লড়বেন ৪৮ জন

তিনি বলেন, ‘বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি দক্ষ সোনার বাংলা গড়ে তুলার জন্য আমাদের শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হয়েছে। আগামী বছর থেকে শুরু থেকে নতুন শিক্ষাব্যবস্থা নিয়ে আমরা সত্যি খুবই উজ্জীবিত।’