দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমে উন্নতির দিকে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা করছে সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার বেলা পৌনে দুইটা থেকে এই বৈঠক চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি একটি সংবাদমাধ্যমে যুক্ত হয়ে বলেন, আমরা কাল বৈঠক করবো। বৈঠকে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য/প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য/প্রতিনিধি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক/প্রতিনিধি, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান/প্রতিনিধি ও বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে করবো।
বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির মতামতের ভিত্তিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণ করা হবে।