আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, সাপ্তাহিক ছুটি দুদিন আমরা এ বছর থেকেই বাস্তবায়ন করব কি না তা ভেবে দেখছি। এ মুহূর্তে কোনো সিদ্ধান্ত বলতে পারছি না। তবে আমরা এটা নিয়ে ভাবছি। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।
শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই। যদি অনিবার্য কোনো কারণ না ঘটে।’
শিক্ষামন্ত্রী বলেন, করোনায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়নি। গবেষণার ফল বলছে- করোনা শিক্ষার্থীদের জন্য শাপেবর হয়েছে। তাদের (শিক্ষার্থীদের) স্ব শিক্ষার দক্ষতা তৈরি হয়েছে। করোনায় তারা নিজেরা শিখতে শিখেছেন।
জ্বালানি সাশ্রয়ের স্বার্থে চলতি বছর থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে সরকার ভাবছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সরকার সময়মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছে। আজকে যদি কৃচ্ছ্রতা সাধনে না যাই, তাহলে সামনে আমরা বিপদে পড়ব।