জমকালো লেজার শো ও আতশবাজি ফোটানোর মাধ্যমে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা।
বৃহস্পতিবার রাত ৮টায় ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে ছিল এই প্রদর্শনী।
দেশের মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৬ ডিসেম্বরকে বেছে নেয়। দিনটি উপলক্ষে ঢাবি শিক্ষার্থীরা বিজয় র্যালি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, টিএসসিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি (ডিইউএফএস) সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে সন্ধ্যা থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে(টিএসসি) একটি অনুষ্ঠানের আয়োজন করে।
রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়নের ওপর একটি লেজার শো ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
আতশবাজি ও গান পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো ১৬ দিনব্যাপী এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠান।
১৯২১ সালে যাত্রা শুরু করা ঢাবি এ বছরের ১ জুলাই শতবর্ষ পূর্ণ করে। কিন্তু মহামারির কারণে শতবর্ষ উদযাপন পিছিয়ে যায়।
তবে পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে বিশ্ববিদ্যালয়টি ১ ডিসেম্বর থেকে উদযাপন শুরু করে। রাষ্ট্রপতি আবদুল হামিদ ভার্চুয়ালি বঙ্গভবন থেকে অনুষ্ঠানটির উদ্বোধন করেন।