প্রচ্ছদ ›› শিক্ষা

সাক্ষরতার হারে শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২২ ১৭:২৯:০৬ | আপডেট: ২ years আগে
সাক্ষরতার হারে শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ
সংগৃহীত

দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৬৬ শতাংশবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়িত দেশের প্রথম ডিজিটাল ‘জনশুমারি গৃহগণণা ২০২২’ এর প্রাথমিক প্রতিবেদনে তথ্য জানা যায়

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে জনশুমারি ও গৃহগণনার ২০২২ সালের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের শহুরে এলাকায় সাক্ষরতার হার ৮১ দশমিক ২৮ শতাংশ। গ্রামীণ এলাকায় সাক্ষরতার হার ৭১ দশমিক ৫৬ শতাংশ।

এতে আরও বলা হয়, পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৬ দশমিক ৫৬ শতাংশ এবং নারীদের মধ্যে এই হার ৭২ দশমিক ৮২ শতাংশ।

সাক্ষরতার হারে এগিয়ে আছে ঢাকা বিভাগ। এই বিভাগে সাক্ষরতার হার ৭৮ দশমিক ০৯ শতাংশ। ময়মনসিংহে সাক্ষরতার হার সর্বনিম্ন ৬৭ দশমিক ০৯ শতাংশ।

এর আগে ২০১১ সালের জনশুমারির তথ্য অনুযায়ী, দেশে সাক্ষরতার হার ছিল ৫১ দশমিক ৭৭ শতাংশ।