প্রচ্ছদ ›› শিক্ষা

সোনালী ব্যাংক-ঢাকা পলিটেকনিকের মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২২ ২০:৩৭:৩০ | আপডেট: ৩ years আগে
সোনালী ব্যাংক-ঢাকা পলিটেকনিকের মধ্যে চুক্তি স্বাক্ষর

সোনালী ব্যাংক লিমিটেড ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে অনলাইন ব্যাংকিং সেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এই চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তির ফলে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা বেতন, ফি ও চার্জ সোনালী ব্যাংকের অনলাইন সেবার মাধ্যমে প্রদান করবে।

এসময় সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস, এফসিএমএ, এফসিএ এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষে অধ্যক্ষ ইঞ্জি. কাজী জাকির হোসেন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুসসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাহী, কর্মকর্তাগণ এবং শিক্ষকরা।