প্রচ্ছদ ›› শিক্ষা

‘স্কুল থেকে বন্যার পানি নেমে গেলেই এসএসসি পরীক্ষা’

নিজস্ব প্রতিবেদক
২৫ জুন ২০২২ ২১:৫৫:৩৩ | আপডেট: ৩ years আগে
‘স্কুল থেকে বন্যার পানি নেমে গেলেই এসএসসি পরীক্ষা’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বন্যার পর পরীক্ষার হলে যখন আর বন্যার পানি থাকবে না, শিক্ষার্থীরা অনায়াসে বসে পরীক্ষা দিতে পারবে, তখন স্থগিত এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।’

শনিবার চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত মৌসুমী ফল মেলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা সাহসীকতা, আত্মনির্রশীলতা, আত্মমর্যাদা,মানুষের প্রতি ভালোবাসা ও শক্তির প্রতীক।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দীন মিলন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস  চান্সেলর ড. মশিয়ুর রহমান, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ ও পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। বক্তব্য রাখেন চাঁদপুর কলেজের অধ্যক্ষ অশিত বরণ দাশ, মতলব ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইকবাল বিন বাশার, কাজি শাহাদাত, অধ্যাপক দেলোয়ার আহমেদ,মির্জা জাকির,প্রেসক্লাব সম্পাদক রিয়াদ ফেরদাউস প্রমুখ।