আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলছে করোনায় বন্ধ থাকা দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান।
শুক্রবার এ তথ্য জানিয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনি।
এর আগে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর করোনার সংক্রমণের হার হ্রাস পাওয়ায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দেয় করোনা-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
বৃহস্পতিবার রাতে কমিটির বৈঠকের পর এনটিএসি চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, যেহেতু টিকা ক্রমান্বয়ে আরও বেশি মানুষকে নিশ্চিত করা হচ্ছে তাই সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এবং জনস্বাস্থ্যের বিষয়ে কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা যেতে পারে।