প্রচ্ছদ ›› শিক্ষা

২০ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজে ক্লাস

নিজস্ব প্রতিবেদক
০৪ এপ্রিল ২০২২ ১৭:৫৯:৪৫ | আপডেট: ৩ years আগে
২০ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজে ক্লাস

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। এসব প্রতিষ্ঠানে আগামী ২০ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে। এর আগে ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলার কথা ছিল।

সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজানে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

রমজানে স্কুল-কলেজ খোলা রাখার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় বলেছিল, মহামারিতে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীদের শিখন ঘাটতি পুষিয়ে নিতে রমজান মাসেও শ্রেণিকক্ষে পাঠদান চলবে।