প্রচ্ছদ ›› শিক্ষা

৪২তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৪:১৯ | আপডেট: ৩ years আগে
৪২তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

চিকিৎসক নিয়োগের ৪২তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ বিসিএসের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সুপারিশ পেয়েছেন ৪ হাজার জন।

বৃহস্পতিবার বিকেলে এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহ্‌মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। মোট ৪ হাজার চিকিৎসক নিয়োগের জন্য কমিশন সুপারিশ করেছে।’

ফলাফল জানতে ভিসিট করতে হবে www.bpsc.gov.bd অথবা bpsc.teletalk.com.bd ওয়েবসাইট। এছাড়া SMS এ মাধ্যমে ফলাফল জানা যাবে। SMS করার পদ্ধতি PSC42Registration Number লিখে 16222 নম্বরে Send করতে হবে। ফিরতি SMS এর মাধ্যমে ফলাফল পাওয়া যাবে।

৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ২৩ মে থেকে, কিন্তু ২৮ মে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ ভাইভা স্থগিত করা হয়।

পরবর্তীতে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার ভাইভা শুরু হয়। ১৩ জুলাই পর্যন্ত ভাইভা চলার কথা ছিল, কিন্তু ২২ জুন এ ভাইভা স্থগিত করা হয়। পরে গত মাসের ১০ তারিখ থেকে এ বিসিএসের ভাইভা শুরু হয়।

গত বছর দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। এ বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয় গত ২৬ ফেব্রুয়ারি।

পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয়েছিল ৬ হাজার ২২ জন।