প্রচ্ছদ ›› শিক্ষা

৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
০৬ জুন ২০২২ ১৬:০৪:১৬ | আপডেট: ৩ years আগে
৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

৪৩তম বিসিএসের আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৪ জুলাই থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে, এ পরীক্ষা ২৪ জুলাই শুরু হয়ে ৪ আগস্ট শেষ হওয়ার কথা ছিল।

সোমবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন তিন লাখ ২১ হাজার ৬৫০ প্রার্থী। পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ২০ জানুয়ারি। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন।