প্রচ্ছদ ›› শিক্ষা

৪৪তম বিসিএস পরীক্ষা দিতে এসে মাটিতে লুটিয়ে পড়লেন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২২ ১২:৪৭:৫২ | আপডেট: ৩ years আগে
৪৪তম বিসিএস পরীক্ষা দিতে এসে মাটিতে লুটিয়ে পড়লেন শিক্ষার্থী

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে এসে কেন্দ্রে প্রবেশের আগেই অসুস্থ হয়ে পড়েছে এক পরীক্ষার্থী।

শুক্রবার সকালে রাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই পরীক্ষার্থীর নাম ইমরান হোসেন।

ইমরানের সঙ্গে আসা আরেক পরীক্ষার্থী জানান, অসুস্থতা নিয়েই পরীক্ষা দিতে এসেছেন ইমরান। কেন্দ্র প্রবেশের আগেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

পরে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে পরীক্ষার হলে প্রবেশ করানো হয়। আগের চেয়ে সুস্থ অনুভব করায় তিনি পরীক্ষায় অংশ নিয়েছেন বলেও জানিয়েছে কলেজ সূত্র।

এদিকে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন প্রার্থীরা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা হয়েছে।

৪৪তম বিসিএসে মোট আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। আর এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেয়া হবে। সেই হিসাবে এবার প্রতি পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ২০৫।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

বিষয় ও নম্বর বণ্টন-

বাংলা ভাষা ও সাহিত্য ৩৫, ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫, বাংলাদেশ বিষয়াবলি ৩০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০, সাধারণ বিজ্ঞান ১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫, গাণিতিক যুক্তি ১৫, মানসিক দক্ষতা ১৫, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের ওপর ১০ নম্বরের পরীক্ষা হবে।