অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে ৫ অক্টোবর থেকে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সুপারিশ করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামীকাল বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি জানিয়েছেন, আগামী ৫ অক্টোবর সকাল ৮টা থেকে স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্স শিক্ষার্থীদের মধ্যে যাদের এক ডোজ টিকা সম্পন্ন হয়েছে তারা ডকুমেন্টস দেখিয়ে হলে উঠতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনে হল খোলা হবে। শিক্ষার্থীরা পুরোপুরি টিকার আওতায় এলে সশরীরে ক্লাস শুরু হবে।
অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী আরও জানান, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে চতুর্থ বর্ষ ও মাস্টার্স শিক্ষার্থী যারা ভ্যাকসিন নিয়েছে তারা স্বাস্থ্যবিধি মেনে লাইব্রেরি ও বিভাগীয় সেমিনার ব্যবহার করতে পারবেন। এ ব্যাপারে তাদের অনুমতি দেওয়া হবে।