অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বাসায় তিনি মারা যান। অপূর্বর বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।
জানা গেছে, দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন ওমর ফারুক।
অপূর্ব নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
অপূর্ব লিখেছেন, ‘আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন ।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবার জানাজা আজ বাদ আসর ইকবাল রোড বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।’