প্রতিবারের মতো এবারের রোজার ইদেও ভক্ত-শ্রোতাদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
শনিবার বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহফুজুর রহমান।
এটিএন বাংলা সূত্রে জানা গেছে, ১০টি মৌলিক গান দিয়ে সাজানো হয়েছে ড. মাহফুজুর রহমানের এবারের সংগীতানুষ্ঠানটি।
ড. মাহফুজুর রহমান বলেন, ‘ইতিমধ্যে গানের রেকর্ডিং হয়ে গেছে। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে দিকে অনুষ্ঠানটি প্রচার হবে। সবাইকে দেখার আমন্ত্রণ রইলো।’
প্রসঙ্গত, ২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে পর্দায় হাজির হন ড. মাহফুজুর রহমান। এরপর থেকে প্রতি বছর ঈদেই ভক্ত-শ্রোতাদের বিশেষ চমক হিসেবে নতুন গান নিয়ে হাজির হন মাহফুজুর রহমান। প্রতিবারই তার গান নিয়ে নেটদুনিয়ায় বেশ আলোচনা-সমালোচনা হয়।