প্রচ্ছদ ›› বিনোদন

কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে পরীমণির ‘মা’

বিনোদন ডেস্ক
০৯ মে ২০২৩ ১৯:০৪:২০ | আপডেট: ২ years আগে
কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে পরীমণির ‘মা’
ছবি: সংগৃহীত

৭৬তম কান উৎসবের প্রিমিয়ার হতে যাচ্ছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি অভিনীত ‘মা’ সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে। এবারের আসরে প্রর্দশিত একমাত্র বাংলাদেশি সিনেমা হবে ‘মা’।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘মা’ সিনেমার নির্মাতা অরণ্য আনোয়ার।

‘মা’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৯ মে মা দিবসে। তবে দেশে মুক্তির আগেই এ সিনেমার প্রিমিয়ার হচ্ছে কান চলচ্চিত্র উৎসবে। কান উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে এবার প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমাটি।

পরী ছাড়াও মা সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই সহ আরও অনেকে।