মৃত্যুর কিছুদিন আগে গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে ‘ধুপ পানি বেহনে দে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন কেকে (বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ)। গানটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ভিউ হয়েছে প্রায় সাড়ে ৪ লাখের বেশি।
কেকের গাওয়া গানের সঙ্গে পর্দায় দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠি ও নীরজ কাবিকে। নির্মাতা সৃজিত মুখার্জি সোশ্যাল মিডিয়ায় এ তথ্য জানিয়েছেন
এদিকে গত ৩১ মে কলকাতায় কনসার্টে গানের অনুষ্ঠান শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কেকে। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাত্র ৫৩ বছর বয়সেই জীবন প্রদীপ নিভে যায় এই গায়কের। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে ভারতসহ পুরো বিশ্বের অনুরাগীদের মনে নেমে আসে শোকের ছায়া।
২ জুন মুম্বাইয়ের ভারসোভা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় কেকের। তার মৃত্যুর ঘটনা অস্বাভাবিক দাবি করে কেকের সঙ্গীরা মামলাও দায়ের করেন। এখনো মামলাটির তদন্ত চলছে।