প্রচ্ছদ ›› বিনোদন

কোক স্টুডিও’র কনসার্টে মঞ্চ মাতাবেন জেমস

নিজস্ব প্রতিবেদক
০৪ জুন ২০২২ ১৪:৪০:৪৮ | আপডেট: ২ years আগে
কোক স্টুডিও’র কনসার্টে মঞ্চ মাতাবেন জেমস

চলতি বছরে বাংলাদেশে যাত্রা শুরু করেছে ‘কোক স্টুডিও বাংলা’। এর মধ্যে তাদের প্রকাশিত গানগুলো শ্রোতামহলে দারুণ প্রশংসিত হয়। এবার সেই গানগুলো দর্শকের সামনে সরাসরি গেয়ে শোনাবেন শিল্পীরা। তাদের সাথে এবার মঞ্চ মাতাবেন কিংবদন্তি ব্যান্ড তারকা ও নাগর বাউলখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেম্‌স।

কোক স্টুডিও বাংলা’র প্রকাশিত ৫টি গান- ‘নাসেক নাসেক’, ‘প্রার্থনা’, ‘বুলবুলি’, ‘ভবের পাগল’ ও ‘চিলতে রোদ’। গানগুলোর সুবাদে অর্ণব-পান্থ কানাইদের হাত ধরে উঠে এসেছেন অনিমেষ, বগা, নন্দিতা কিংবা ঋতু রাজদের মতো প্রতিভাবান শিল্পীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর বাউল মুখপাত্র রবিন। আগামী ৯ জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে কোক স্টুডিও বাংলা লাইভ কনসার্ট। সেই মঞ্চ মাতাবেন জেমস। সাথে আরও থাকবে- ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট দলগুলোর পরিবেশনা।

আয়োজকরা জানান, বিকেল ৪টায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ৯টা পর্যন্ত। আর বেলা ১টা ৩০ মিনিট থেকে একে একে মঞ্চে উঠবেন শিল্পীরা। কোক স্টুডিও বাংলার এ কনসার্ট উপভোগ করতে হলে আগ্রহীদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ফিফা স্পেশাল কোকা-কোলার লেবেল খুলে কিউআর কোড স্ক্যান করতে হবে। কোকা-কোলার ৪০০, ৫০০, ৬০০ মিলির যেকোনো তিনটি বোতলের ক্যাপের নিচের তিনটি ইউনিক কোড দিতে হবে রেজিস্ট্রেশনের সময়। তাহলেই সম্পন্ন হবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া।