প্রচ্ছদ ›› বিনোদন

গরু নয়, নামগুলো হায়নাদের দিন: ওমর সানী

বিনোদন ডেস্ক
০৬ জুলাই ২০২২ ১৪:৪৭:৩৬ | আপডেট: ২ years আগে
গরু নয়, নামগুলো হায়নাদের দিন: ওমর সানী
ছবি- ফেসবুক

বেশ কয়েকদিন ধরেই অভিনেতাসহ বিভিন্ন নামে গরুর নামকরণ নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন গণমাধ্যমেও এসব নিয়ে সংবাদ দেখা যায়। এবার সেই আলোচনায় যোগ দিলেন ঢাকাই ছবির নব্বই দশকের নম্বর ওয়ান হিরো ওমর সানী। গরুর নাম রাখা নিয়ে খামারি-ব্যবসায়ীদের পরামর্শও দিয়েছেন এ অভিনেতা।

মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে বিষয়টি নিয়ে লিখেছেন ওমর সানী।

মানুষের নামে কোরবানির গরুর নামকরণ ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। লিখেছেন, পবিত্র কোরবানির গরুর নাম কারো নামের সাথে নামকরণ ঠিক নয়, ইসলামের সাথে যায় না, বরঞ্চ আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়না আছে তাদেরকে ওই নামগুলি ট্রান্সফার করেন।

বড় আকারের গরুগুলোকে গ্রাহকদের কাছে আকর্ষণীয় করতে বিভিন্ন নাম দিচ্ছেন খামারিরা। যেমন- ‘শাকিব খান’, ‘জায়েদ খান’, ‘হিরো আলম’, ‘টাইগারবাবু’, ‘ডন’, ‘কালামানিক’, ‘পদ্মা’, ‘সেতু’। মূলত নামের কারণেই আলোচনায় উঠে এসেছে গরুগুলো।