টালিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
ভারতের টাইমস অফ ইন্ডিয়াসহ একাধিক সংবাদমাধ্যম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। অভিষেকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খবরে বলা হয়, বুধবার রাতে একটি চ্যানেলের শুটিংয়ে ছিলেন অভিনেতা। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থাতেই ফিরে যান বাড়িতে। রাতে বাড়িতেই শুরু হয় চিকিৎসা। স্যালাইন দেয়া হয়। রাত ১টার দিকে মারা যান এ অভিনেতা।
১৯৬৪ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেন অভিষেক চট্টোপাধ্যায়। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ‘পথভোলা’। আলোচিত অন্য সিনেমার মধ্যে রয়েছে- অমর প্রেম, মায়াবিনী, আবির্ভাব, সংঘর্ষ, আলো, ফিরিয়ে দাও। বর্তমানে যুক্ত ছিলেন ছিলেন স্টার জলসায় প্রচারিত ধারাবাহিক নাটক খড়কুটো’র সঙ্গে।