প্রচ্ছদ ›› বিনোদন

সেরা করদাতার তালিকায় ৬ তারকা

বিনোদন ডেস্ক
২১ ডিসেম্বর ২০২২ ১৬:৪৩:২৭ | আপডেট: ২ years আগে
সেরা করদাতার তালিকায় ৬ তারকা

বিগত বছরগুলোর মতো এবারও সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা ট্যাক্স কার্ড পাচ্ছেন। এদের মধ্যে ছয়জন তারকা ২০২১-২২ করবর্ষে অভিনেতা-অভিনেত্রী ও শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন।

সেরা করদাতার তালিকায় আছেন সংগীতশিল্পী তাহসান খান, কুমার বিশ্বজিৎ, এসডি রুবেল, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, মাহফুজ আহমেদ, পীযূষ ব্যানার্জী।

গত ১৮ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক গেজেট প্রজ্ঞাপনে ২০২১-২২ করবর্ষে ব্যক্তি পর্যায়ে দেশের শীর্ষ করদাতাদের নাম প্রকাশ করেছে। শিল্পী (গায়ক, অভিনেতা-অভিনেত্রী) ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তারা।