প্রচ্ছদ ›› বিনোদন

দক্ষিণ কোরিয় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক
১২ এপ্রিল ২০২৩ ১৫:৪৮:৫৭ | আপডেট: ২ years আগে
দক্ষিণ কোরিয় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু
ইয়াং চাই ইয়াল। পুরনো ছবি

বর্তমানে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র সারা পৃথিবীতে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। সেখানকার চলচ্চিত্র জগতের ২৬ বছরের এক নামকরা মডেল-অভিনেত্রী ইয়াং চাই ইয়ালকে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে। যদিও ‘জম্বি ডিটেকটিভ’ সিরিজ খ্যাত এই অভিনেত্রীর মৃত্যুর কারণ জানা যায়নি। নেটফ্লিক্সে প্রচারিত এই সিরিজে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন ইয়াং চাই-ইয়াল।

দক্ষিণ কোরিয়ার এই তারকা ২০১৬ সালের রিয়েলিটি সিরিজ ‘ডেভিলস রানওয়ে’-তে মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, কিন্তু সম্প্রতি দক্ষিণ কোরিয়ান কমেডি ‘জম্বি ডিটেকটিভ’-এ তার ভূমিকার জন্য খ্যাতি অর্জন করেছেন।

তিনি আসন্ন কে-ড্রামা সিরিজ, ‘ওয়েডিং ইম্পসিবল’ এর শুটিং শুরু করেছিলেন,যেখানে তার একটি প্রধান ভূমিকা ছিল৷

তার ম্যানেজমেন্ট কোম্পানির এক বিবৃতিতে জানানো হয়েছে, পরিবারের ইচ্ছে অনুযায়ী ‘অভিনেত্রীর শেষকৃত্য ঘরোয়াভাবে সম্পূর্ণ হবে। তিনি অভিনয়ের প্রতি খুবই আন্তরিক ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি।’