দীর্ঘদিন পর আবারও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন গীতিকবি মহসিন মেহেদী। গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী ফাইরুজ নাজিফা।
‘আর ভাবতে চাইনা’ শিরোনামের এ গানটিতে সুরকার হিসেবে রয়েছেন এহসান রাহী এবং শব্দ প্রযোজক হিসেবে আমজাদ হোসেন।
জ্যাজ ব্যালাড ধাঁচের এ গানটি নিয়ে দারুণ আশাবাদী মহসিন মেহেদী। তিনি জানান, এটি তার দীর্ঘ প্রতীক্ষিত একটি প্রজেক্ট।
গানটি প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, ‘দীর্ঘদিন পর আমার লেখা নতুন একটি গান স্টুডিওতে রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এটি আমাদের একটি দীর্ঘ প্রতীক্ষিত প্রকল্প। গানটি জ্যাজ ব্যালাড ধাঁচের। মজার বিষয় হচ্ছে- আমরা এবার উপস্থাপনা করছি একজন প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল তরুণ কণ্ঠশিল্পীকে। তার নাম ফাইরুজ নাজিফা। আমার কাছে মনে হয়েছে তার কণ্ঠেই গানটি ভালো যাবে।’
তিনি জানান, ফাইরুজ ‘তুমি হিনা’ শিরোনামের একটি কভার গানে ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে কাজ করেছিলেন। গানটি বেশ আলোড়ন সৃষ্টি করে।
শীঘ্রই ‘আর ভাবতে চাইনা’ গানটি প্রকাশ পবে বলে জানান গীতিকবি মহসিন মেহেদী।
এছাড়াও বেশ কিছু গান নিয়ে কাজ চলছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদের সুর ও সংগীতায়োজনে এবং গীতিকবি মহসিন মেহেদীর লেখায় ভালোবাসা দিবসের বিশেষ গান ‘এই পথ চাওয়া’ বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া তার কথায় ‘হে পাথর’ শিরোনামের গানটি বেশ আলোড়ন সৃষ্টি করে। বাপ্পা মজুমদারের সুর ও সংগীতে গানটি প্রকাশের পর বেশ প্রতিক্রিয়া আসে।
গানটির একটি লাইন ‘নিকুচি করি আমি’ সবাই ভীষণ পছন্দ করে। গানের মূল উপজীব্য হচ্ছে মানবতা।