প্রচ্ছদ ›› বিনোদন

প্রকাশ পেলো নিশোর প্রথম সিনেমার ঝলক

বিনোদন ডেস্ক
১১ মে ২০২৩ ১৬:৩৫:২২ | আপডেট: ২ years আগে
প্রকাশ পেলো নিশোর প্রথম সিনেমার ঝলক

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা 'সুড়ঙ্গ'।

বৃহস্পতিবার আলফা আই স্টুডিওজ ও চরকির যৌথ প্রযোজনার সিনেমা ‘সুড়ঙ্গ’-এর প্রথম ঝলক প্রকাশ পেল।

রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে সিনেমা হলে অভিষেক হচ্ছে নিশোর। ‘সুড়ঙ্গ’-এর প্রথম ঝলক মুক্তির পর থেকেই আলোচনায় এসেছে। টিজার নিয়ে নিশোর ভক্তকূলের মাতামাতি যেনো থামছে না। এই সিনেমায় নিশোর সঙ্গে জুটি বেধেছেন সময়ের আলোচিত অভিনেত্রী তমা মির্জা।

জমকালো আয়োজনে ফেব্রুয়ারির শেষদিনে হয়েছিল সিনেমা ‘সুড়ঙ্গ’ এর মহরত। মার্চের প্রথম সপ্তাহেই শুরু হওয়া এই সিনেমার শ্যুটিং চলেছে কয়েক লটে। সিলেটের সুনামগঞ্জের দুর্গম এলাকা, চট্টগ্রামের বিভিন্ন এলাকাসহ ঢাকার অনেকে স্থানেই শ্যুটিং হয়েছে সিনেমাটির।