প্রচ্ছদ ›› বিনোদন

‘ফরাজ’-এর পরিচালককে ‘নির্লজ্জ’ বললেন নেটিজেন

টিবিপি ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৩ ১৫:২০:৫৭ | আপডেট: ২ years আগে
‘ফরাজ’-এর পরিচালককে ‘নির্লজ্জ’ বললেন নেটিজেন

‘ফরাজ়’-এর মতো ছবি নির্মাণের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে পরিচালক হনসল মেহেতাকে। এক টুইটার ব্যবহারকারী তাঁকে ‘নির্লজ্জ’ বলেছেন। লিখেছেন আরও মন্দ কথা। যার প্রতিক্রিয়ায় ফের সরব হলেন হনসলও।

ছবির মুক্তি আগামী মাসে। ২০১৬ সালে ঢাকায় ‘হোলি আর্টিজান ক্যাফে’তে সন্ত্রাসবাদী হামলার উপর ভিত্তি করে নির্মিত ‘ফরাজ’। সম্প্রতি ট্রেলার প্রকাশ করেন হনসল। এরপরই আক্রমণ। পরিচালকের টুইটে প্রতিক্রিয়া জানিয়ে শনিবার এক ব্যক্তি লিখেছেন, “আপনার নিজের লজ্জিত হওয়া উচিত। আপনি এক জন নির্লজ্জ ব্যক্তি। ক্ষতিগ্রস্ত পরিবারের অনুমতি না নিয়ে লাভের জন্য একটি ভয়ঙ্কর ট্র্যাজেডিকে কাজে লাগাচ্ছেন। নিজের দেশের ঘটনা নিয়ে ছবি বানাচ্ছেন না কেন?”

তার উত্তরে ‘ফরাজ’ সংক্রান্ত একটি প্রতিবেদনের লিঙ্ক শেয়ার করে হনসল লিখলেন, “আশা করি, এই লেখা আপনাকে আরও একটু সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখার সুযোগ দেবে। অনুগ্রহ করে পড়ুন।” উল্লিখিত প্রতিবেদনটি ‘শৈল্পিক স্বাধীনতা’, ‘শোককে সেন্সরশিপে প্রবেশ করতে দেওয়া’ এবং ‘বাতিল সংস্কৃতি’-র মতো বিষয়গুলিকে তুলে ধরেছে। যাতে বিশ্ব জুড়ে সচেতনতা তৈরির প্রয়াস দেখা যায়।

আগামী ৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ফরাজ’। প্রয়াত বলিউড অভিনেতা শশী কাপুরের পৌত্র জাহান কাপুরের অভিষেক হতে চলেছে হনসল পরিচালিত এই ছবি দিয়েই। ছবিতে অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়ালও রয়েছেন।

সূত্র: আনন্দবাজার