প্রচ্ছদ ›› বিনোদন

‘বদমাইশ পোলাপাইন’-এর ৪র্থ সিজন আসছে

নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২২ ১৫:১৯:২৯ | আপডেট: ২ years আগে
‘বদমাইশ পোলাপাইন’-এর ৪র্থ সিজন আসছে

দর্শকদের অনুরোধে ‘বদমাইশ পোলাপাইন’-এর চতুর্থ সিজনের ঘোষণা দিলেন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ।

সেপ্টেম্বর থেকে চতুর্থ সিজনের শুটিং শুরু হবে। চিত্রনাট্যে কাজ চলছে এখন।

এবার অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মারজুক রাসেল, প্রত্যয় হিরণ, মাখনুন সুলতানা মাহিমাসহ অনেকে। এছাড়াও দেখা যাবে কয়েকজন নতুন মুখ।

এ বিষয়ে গণমাধ্যমকে বান্নাহ বলেন, সিজন থ্রি পর্যন্ত দর্শকদের মধ্যে যে জনপ্রিয়তা তৈরি হয়েছিল সেটি আমার জন্য অনেক বড় পাওয়া। কিন্তু সবকিছুরই যেহেতু একটা জায়গায় শেষ আছে, তাই ভাবলাম সিরিজটি এইখানে শেষ করি। চতুর্থ সিজনের অনুরোধ আমি অনেকদিন ধরে পাচ্ছি। একসময় সিদ্ধান্ত নিলাম এটা নিয়ে আগাব।

বান্নাহ আরও বলেন, ‘দর্শকদের ভালোবার জন্যই কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছি। আর কাজের মধ্য দিয়েই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। সেই চিন্তা থেকেই ‌চতুর্থ সিজনের পরিকল্পনা। অনেক চমক নিয়ে চতুর্থ সিজন আসছে। আশা করি দর্শককে হতাশ করব না।’