প্রচ্ছদ ›› বিনোদন

বাবা হারালেন শেহতাজ

বিনোদন প্রতিবেদক
০৫ জুলাই ২০২২ ১৪:৫২:৫৮ | আপডেট: ২ years আগে
বাবা হারালেন শেহতাজ

জনপ্রিয় মডেল-অভিনেত্রী শেহতাজের বাবা মো. আবুল হাশেম মিয়া রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মরা যান।

সোমবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেহতাজের মা শাহীনা খন্দকার।

তিনি বলেন, ‘উনার ডায়াবেটিস ছিল, তবে একদম সুস্থ ছিলেন। সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হন। রাতে আমাদের সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আমার মেয়েটা বাবা হারা হয়ে গেল।’

আরও পড়ুন- কষ্ট আমি নিলাম সুখ তোমাকে দিলাম: মৌসুমী

শেহতাজের বাবার মৃত্যুতে তাদের পারিবারিক বন্ধু অভিনেতা সাইদ জামান শাওন ফেসবুকে শোক প্রকাশ করে লিখেছেন, ‘আমার বন্ধু-বোন শেহতাজ মনিরা হাশেম তার বাবাকে হারিয়েছেন। তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’

জানা গেছে, শেহতাজের বাবার মরদেহ বর্তমানে ঢাকার শ্যামলীর নিজ বাসায় রাখা হয়েছে। আজ মঙ্গলবার বাদ জোহর বাসা সংলগ্ন একটি মসজিদে মো. আবুল হাশেম মিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রায়েরবাজার কবরস্থানে তাকে সমাহিত করা হবে।