মধুচন্দ্রিমায় স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে থাইল্যান্ড যেতে চান চিত্রনায়িকা পূর্ণিমা। এখন পূর্ণিমার মা অসুস্থ থাকায় মধুচন্দ্রিমায় যাওয়ার সুযোগ নেই এ দম্পতির।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এসব কথা জানান পূর্ণিমা।
এর আগে গত ২৭ মে বয়সে ছোট আশফাকুর রহমান রবিনের সঙ্গে গাঁটছড়া বাধেন বাঁধেন চিত্রনায়িকা পূর্ণিমা। এ অভিনেত্রীর তৃতীয় বিয়ে এটি।
জুলাইয়ের শেষের দিকে বিয়ের খবর প্রকাশ পেতেই ডিভোর্স ও বয়সে ছোট স্বামী নিয়ে ফের আলোচনায় এ চিত্রনায়িকা। কেউ কেউ আবার ট্রলও করছেন।
স্বামী বয়সে ছোট হওয়া নিয়ে পূর্ণিমা বলেন, ‘এটা নিয়ে আগে থেকে প্রস্তুত ছিলাম আমি। বিয়ের পর স্বামীর বয়স নিয়ে যে কথা উঠবে, সেটা জানতাম। আমাকে নিয়ে এভাবে গালাগালি করে যদি তাদের শান্তি লাগে, আমি খুশি। আমার ছবি নিয়ে পোস্ট করে দু-চারটা গালি দিক, কোনো সমস্যা নেই। তবু তারা শান্তিতে থাকুক, সুখে ও সুস্থ থাকুক। আমাদের দুজনের পক্ষ থেকে তাদের শুভকামনা।’