প্রচ্ছদ ›› বিনোদন

মাই স্টোরি নিয়ে আসছেন কথাবন্ধু জুবায়ের

বিনোদন ডেস্ক
০৫ মে ২০২৩ ১৬:২০:৩০ | আপডেট: ২ years আগে
মাই স্টোরি নিয়ে আসছেন কথাবন্ধু জুবায়ের

বিনোদনের অন্যতম মাধ্যম রেডিও, টেলিভিশন। এই মাধ্যমগুলোতে নানান সময়ে দর্শকদের জন্য ভিন্ন রকমের আয়োজন থাকে। বিশেষ করে কণ্ঠের জাদুতে ভিন্ন রকমের কথার তালে কিংবা সুরে শ্রোতাদের হৃদয়ে নাড়া দেয় একজন কথাবন্ধু।

তারই ধারাবাহিকতায় এবার প্রতিভাবান কিছু মানুষের গল্প তাদের নিজের মুখে শোনাতে ‘মাই স্টোরি উইথ আরজে জুবায়ের’ শো নিয়ে হাজির হচ্ছেন এ সময়ের জনপ্রিয় আরজে জুবায়ের।

প্রোগ্রামটি সম্পর্কে কথাবন্ধু জুবায়ের বলেন, “ভালোবাসার থাকে নানা রং, নানা রূপ। থাকে হাজারো ব্যাখ্যা। ভালোবাসা কি কেবল তরুণ-তরুণীর মাঝেই হয়? নাহ্, ভালোবাসা বিস্তৃত। নিজের কাজের সঙ্গেও থাকে একটি গভীর সম্পর্ক। এ সম্পর্কেরই নানান দিক জানা যাবে ‘মাই স্টোরি উইথ আরজে জুবায়ের’ শো তে।”

প্রতি মঙ্গলবার রাত ৯টা থেকে রাত ১০টা রেডিও ধ্বনিতে (৯১.২এফএম) অনুষ্ঠানটি শোনা যাবে। সেই সঙ্গে রেডিওটির ফেসবুক লাইভে সরাসরি দেখা যাবে।