প্রচ্ছদ ›› বিনোদন

মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন নওশীন-হিল্লোল

বিনোদন ডেস্ক
২৯ আগস্ট ২০২২ ১৮:১৩:১৭ | আপডেট: ২ years আগে
মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন নওশীন-হিল্লোল

গত মাসের ১৩ তারিখ মা-বাবা হয়েছেন তারকা দম্পতি নওশীন নাহরীন ও আদনান ফারুক হিল্লোল। আর সে খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি। তবে আড়াল করে গেছেন নতুন অতিথির মুখ। অবশেষে দেড় মাস পর তাদের কন্যাসন্তান মাহভীশা আদনান সৈয়দা’র দেখা মিলল।

ছবিতে দেখা যায়, মাহভীশা বাবার কোলে আর পাশেই বসে রয়েছেন তার মা। ছবিটি পোস্ট করে নওশীন লিখেছেন, ‘এটা মাহভীশার প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে আসা।’

জানা গেছে, পারিবারিক কিছু কারণেই এত দিন সন্তানকে সামনে আনেননি তারা। বর্তমান সময়টা কিভাবে কাটছে জানিয়ে এই অভিনেত্রী ফেসবুক লাইভে বলেন, ‘মাতৃত্বকালীন সময়টাও উপভোগ করেছেন। যদিও সন্তানের জন্য দৈনন্দিন রুটিন, ঘুম সব বদল গেছে। সময়টা অবশ্যই ভালো যাচ্ছে।’

এর আগে, গত মাসে মা হওয়ার খুশির খবরও জানান নওশীন। এক ফেসবুক পোস্টে তিনি জানান, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এবং আদনান ফারুক সন্তানের জনক-জননী হয়েছি। আমাদের জুনিয়রের নাম রেখেছি মাহভীশা আদনান সৈয়দা। আমাদের কন্যাসন্তানটি ১৩ জুলাই নিউইয়র্ক সময় দুপুর ১২টা ৩১ মিনিটে জন্মগ্রহণ করেছে। এটা আমাদের জন্য দারুণ অনুভূতি। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন।’

এদিকে, আমেরিকায় নওশীন একটি মেডিকেল সেন্টারে বর্তমানে চাকরিরত আছেন আর হিল্লোল ব্যস্ত তার ফুড ব্লগিং নিয়ে।