প্রচ্ছদ ›› বিনোদন

সংগীতশিল্পী তপুর বাবা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২২ ১৫:১৬:৩৫ | আপডেট: ২ years আগে
সংগীতশিল্পী তপুর বাবা মারা গেছেন
বাবা শামসুদ্দিন আহমেদের সঙ্গে তপু

জনপ্রিয় সংগীতশিল্পী রাশেদ উদ্দিন তপুর বাবা শামসুদ্দিন আহমেদ মারা গেছেন।

শুক্রবার ভোর ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবার মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তপু নিজেই।

তিনি জানান, এদিন ভোরে হঠাৎ করেই তার বাবার শারীরিক অবস্থায় অবনতি হয়। এরপর দ্রুত হাসপাতালেও নেয়া হয়েছিল। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

তপু জানিয়েছেন, তার বাবার প্রথম জানাজা হবে বারিধারা ডিওএইচএস এলাকায়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে তাদের গ্রামের বাড়ি ভোলায়। সেখানেই দাফন করা হবে প্রয়াতকে।