প্রচ্ছদ ›› বিনোদন

সাই পল্লবীকে নিয়ে এবার রাজের পরিকল্পনা

বিনোদন ডেস্ক
২০ জুলাই ২০২২ ১৪:৩৮:৩১ | আপডেট: ২ years আগে
সাই পল্লবীকে নিয়ে এবার রাজের পরিকল্পনা

বলিউডে পা ফেললেন পরিচালক রাজ চক্রবর্তী। বহুদিন ধরেই এ জল্পনা চলছে টলিপাড়ায়। রাজ নিজেও তা জানিয়েছেন। অবশেষে সেই ধোঁয়াশা কাটছে ধীরে ধীরে।

বলিউডের ছবিতে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে কাজ করতে চলেছেন রাজ, এমনটাই শোনা যাচ্ছে।

কিছুদিন আগে রাজ নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, বলিউড, আই অ্যাম কামিং।

ভিডিওটি মজার হলেও জল্পনা আরও উসকে দেয়। অবশেষে সেই জল্পনা থেকে পর্দা ওঠার পালা প্রায় এসে গিয়েছে। তবে সিনেমা নয়। একটি ওয়েব সিরিজ পরিচালনা করেই বলিউডে পা রাখতে চলেছেন রাজ। আর সেই ওয়েব সিরিজের মূল চরিত্রে নাকি সাই পল্লবী।

রাজের সঙ্গে এই কাজ নিয়ে সাই পল্লবীর কথাও অনেক দূর এগিয়েছে বলে শোনা যাচ্ছে টলিপাড়ায়।