প্রচ্ছদ ›› বিনোদন

অভিনেত্রী কস্তুরী চৌধুরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২২ ১৯:৫৪:৫৭ | আপডেট: ৩ years আগে
অভিনেত্রী কস্তুরী চৌধুরীর মৃত্যু

অভিনেত্রী কস্তুরী চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলা ৭৬ বছর।

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মেয়ে সংগীতা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সর্বশেষ রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রে চিত্রনায়িকা ববির মায়ের চরিত্রে অভিনয় করেছেন। চট্টগ্রামের হাটহাজারী স্কুলের সাবেক এই শিক্ষিকা বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মীয়।

শোক প্রকাশ করে পরিচালক রাশিদ পলাশ বলেন, অসাধারণ মানুষ ছিলেন তিনি। অল্প কয়েকদিন তার সঙ্গে মেশার সুযোগ হয়েছিল আমাদের। আমরা সত্যিই শোকাহত। ‘ময়ূরাক্ষী’ টিম তার কাছে ঋণি থাকবে।

অনেক দিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন কস্তুরী চৌধুরী। গত ২১ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মগবাজার এলাকার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে ৩ দিন লাইফ সাপোর্টে থাকার পর শ্যামলীর আরেকটি হাসপাতালে নেওয়া হয়।