প্রচ্ছদ ›› বিনোদন

অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন

বিনোদন প্রতিবেদক
০২ নভেম্বর ২০২৩ ১৮:১৯:৪৪ | আপডেট: ১ year আগে
অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকেলে এই অভিনেত্রীকে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। তার মৃত্যুতে শোবিজ অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি বলেন, ‘আজ বিকেল আনুমানিক ৩টার দিকে হিমুকে হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তারা জানায়, হাসপাতালে আনার আগেই ওর মৃত্যু হয়েছে। আমাদের দুই অভিনয়শিল্পী হাসপাতালে যাচ্ছে। এরপরই আমরা বিস্তারিত জানাতে পারব।’