প্রচ্ছদ ›› বিনোদন

অমিতাভের শুভেচ্ছা পেয়ে আপ্লুত চঞ্চল

বিনোদন ডেস্ক
১১ জানুয়ারি ২০২৩ ১৫:৩৮:২০ | আপডেট: ১ year আগে
অমিতাভের শুভেচ্ছা পেয়ে আপ্লুত চঞ্চল

উপমহাদেশের চলচ্চিত্রের ‘জীবন্ত কিংবদন্তি’ অভিনেতা অমিতাভ বচ্চন। তার পাশে দাঁড়ানোটা আর্শীবাদ হিসেবে মানেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এবার সেই মানুষটিই শুভেচ্ছা জানালেন বাংলাদেশি এ অভিনেতাকে।

আবেগে আপ্লুত চঞ্চল বললেন, ‘তিনি কি সত্যিই শুভকামনা জানিয়েছেন! এটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। ভাষা হারিয়ে ফেলেছি।’ এদিকে কয়েক দিন আগে বাবাকে হারিয়েছেন চঞ্চল। গতকাল ছিল বাবার তার শ্রাদ্ধ অনুষ্ঠান। তার আগেই জানলেন কিংবদন্তি অমিতাভ বচ্চন মৃণাল সেনের বায়োপিকে অভিনয়ের জন্য শুভকামনা জানিয়েছেন তাকে। শেয়ার করেছেন ‌‘পদাতিক’ ছবির পোস্টার।

অমিতাভ বচ্চন পোস্টারটি ভাগাভাগি করে লিখেছেন,‘শুভকামনা ‘পদাতিক’, চঞ্চল চৌধুরী, সৃজিত মুখার্জি।’ বিষয়টি জানার পর কিছুটা স্থির হয়ে চঞ্চল বললেন,‘আমি জানি না, আসলেই তিনি আমাদের ‘পদাতিক’ টিমকে শুভকামনা জানিয়েছেন! সত্যিই যদি শুভকামনা জানান, তাহলে এটা আমার জন্য অনেক বড় প্রেরণা হবে। আমি কখনোই আশি করিনি, এমন কিংবদন্তি আমাকে শুভকামনা জানাবেন। এটা অনেক বড় প্রাপ্তি।’

বুধবার সকালে অমিতাভ বচ্চন তার ভেরিফায়েড ফেসবুকে পদাতিক পোস্টার ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন। সাদাকালো পোস্টারটিতে দেখা যায়, রাস্তায় বসে আছেন মৃণালের চরিত্রে অভিনয় করা চঞ্চল। গত ৩০ ডিসেম্বর মৃণাল সেনের প্রয়াণ দিবসে ‘পদাতিক’ সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। আর তখনই জানা যায় এই সিনেমার কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন চঞ্চল।

চঞ্চলকে বেছে নেওয়ার কারণ জানিয়ে পরিচালক সৃজিত বলেন, ‘প্রথমত দুজনের মুখের মিল আছে। সেটা কাকতালীয়। কিন্তু মৃণালবাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো এবং সজাগ। এছাড়াও মৃণালবাবুর রাজনীতি চেতনা, তার যাপন এবং দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল। সেটা কাকতালীয় হতে পারে। কিন্তু মিলটা আছে।’ ‘পদাতিক’ সিনেমাতে মৃণালের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করবেন মনামী ঘোষ।

মাস খানেক আগে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, বাদশাহ শাহরুখ খানদের সঙ্গে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ ভাগাভাগি করেছিলেন চঞ্চল চৌধুরী। এ সময় অমিতাভ বচ্চনের সঙ্গে কুশল বিনিময় করেন অভিনেতা। বিষয়টি নিয়ে দেশের গণমাধ্যমে বেশ লেখালেখিও হয়েছে।