প্রচ্ছদ ›› বিনোদন

আইয়ুব বাচ্চু চলে যাওয়ার ৪ বছর

বিনোদন প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২২ ০৯:৫৩:৩৬ | আপডেট: ২ years আগে
আইয়ুব বাচ্চু চলে যাওয়ার ৪ বছর

বাংলা ব্যান্ডের কিংবদন্তী আইয়ুব বাচ্চু চলে যাওয়ার চার বছর পূর্ণ হলো আজ। ২০১৮ সালের এই দিনে সবাইকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমান তিনি।

যাদের হাত ধরে দেশীয় ব্যান্ড সংগীত প্রতিষ্ঠিত হয়েছে, তাদের একজন ছিলেন আইয়ুব বাচ্চু। আশির দশক থেকে গানে, সুরে ও কথায় মন জয় করেছেন বাঙালি হৃদয়।

ফেরারি মন, চলো বদলে যাই, এখন অনেক রাত, হকার, আমি বারো মাস তোমায় ভালোবাসি, কষ্ট পেতে ভালোবাসি এবং রূপালী গিটারসহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আইয়ুব বাচ্চু। তারকা খ্যাতির তুঙ্গে অবস্থান করলেও ছিলেন সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে। 

হঠাৎ ২০১৮ সালের এইদিনে মারা যান তিনি। তার হঠাৎ মৃত্যুতে শুধু সুরের জগত নয়, কেঁদে উঠেছিলো আপামর জনতার প্রাণ।

তার শোক যেনো এখনো ভুলতে পারেন না ভক্ত শ্রোতারা। 

১৬ আগস্ট ১৯৬২ সালে চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন আইয়ুব বাচ্চু। তার বাবা ইশহাক চৌধুরী এবং মা নুরজাহান বেগম। পরিবারের নিষেধ সত্ত্বেও গানের প্রতি ভালোবাসা থেকে দেশ জয় করেছেন। রক ব্যান্ড ‘এল আর বি’র গায়ক ও গিটারবাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন।