প্রচ্ছদ ›› বিনোদন

আওয়ামী লীগের মনোনয়নপত্র তুললেন অভিনেতা সিদ্দিক

বিনোদন প্রতিবেদক
০৫ জুন ২০২৩ ১৭:২১:৫৮ | আপডেট: ১ year আগে
আওয়ামী লীগের মনোনয়নপত্র তুললেন অভিনেতা সিদ্দিক

ঢাকা-১৭ আসনের প্রয়াত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও নায়ক আকবর হোসেন পাঠান ফারুকের আসন থেকে উপনির্বাচনে লড়তে মনোনয়ন ফরম তুলেছেন ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।

সোমবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন এই অভিনেতা।

এ সময় সিদ্দিক বলেন, ‘আজ ঢাকা-১৭ (গুলশান-বনানী ক্যান্টনমেন্ট) আসনের উপনির্বাচনের দলীয় মনোনয়ন ফরম উঠালাম। সকলের কাছে দোয়াপ্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই মনোনীত করবেন। আমার বিশ্বাস, নির্বাচনী লড়াইয়ে আমি সফল হবো।’

এদিকে, ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ শূন্য আসনে ভোট হবে আগামী ১৭ জুলাই। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন।

উল্লেখ্য, ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। ওদিন রাতে সিঙ্গাপুরে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। পরদিন তার মরদেহ আনা হয় দেশে। পরে বিমানবন্দর থেকে প্রথমে তার মরদেহ নেওয়া হয় ঢাকা উত্তরার বাসায়। সেখানে কিছুক্ষণ রেখে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে দুপুরে এফডিসিতে নায়ক ফারুকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

পরে চ্যানেল আই কার্যালয়ের সামনে নায়ক ফারুকের আরেক দফায় জানাজা সম্পন্ন হয়। এদিন রাতেই গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম এলাকায় সবশেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা মিয়া ভাই’খ্যাত এই অভিনেতাকে।