‘আকাশে মুক্তিযুদ্ধ: কিলোফ্লাইট’ হলো মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রের শিরোনাম। ডিসেম্বর মাসকে সামনে রেখে খুলনায় প্রথমবারের মতো প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে “মুক্তিযুদ্ধ ৭১” ও “বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট”।
সোমবার (১৪ নভেম্বর) সবার জন্য উম্মুক্ত এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
খুলনার শিল্পকলা একাডেমিতে বিকাল ৪টায় শুরু হবে আয়োজন।
চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেলের তত্ত্বাবধানে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন সাজ্জাদ খান ও সগির মোস্তফা।
এ বিষয়ে পরিচালক সাজ্জাদ খান বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবেষণাধর্মী এই প্রামাণ্যচিত্রটি আপনি ও আপনার প্রিয়জনদের আলোকিত করবে বলে আমাদের বিশ্বাস। চলচ্চিত্র প্রদর্শনীটি সকলের জন্যে উন্মুক্ত থাকবে।