প্রচ্ছদ ›› বিনোদন

আজীবন সম্মাননা পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

বিনোদন প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২২ ২১:২৫:৫৯ | আপডেট: ২ years আগে
আজীবন সম্মাননা পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের শেখ রাসেল সেনানিবাসে বসেছে বহুল প্রতীক্ষীত ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২২ এর জমকালো আসর।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের ১৭তম আসরটি আয়োজন করা হয়।

তারকাবহুল এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আজীবন সম্মাননা। এ বছর এই সম্মাননা পেয়েছেন প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

বরেণ্য এই শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সনদপত্র তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অর্থমূল্য চেক তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং উত্তরীয় পরিয়ে দেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ ও শাহীন আকতার রেনী। ভিন্ন কলেবরের এই আয়োজনে দেশের খ্যাতিমান ও এ সময়ের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করার কথা রয়েছে।

অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন অপু মাহফুজ ও সেরাকণ্ঠ খ্যাত সংগীতশিল্পী কোনাল।