প্রচ্ছদ ›› বিনোদন

আবারও জাতীয় নির্বাচনে অংশ নেবেন হিরো আলম

বিনোদন ডেস্ক
২৬ আগস্ট ২০২২ ১৮:৩০:২৭ | আপডেট: ২ years আগে
আবারও জাতীয় নির্বাচনে অংশ নেবেন হিরো আলম

আগামী জাতীয় নির্বাচনে বগুড়া-৪ আসনে ফের নির্বাচন করতে চান সোশ্যাল মিডিয়া সেনসেশন আশরাফুল আলম ওরফে হিরো আলম। গত নির্বাচনে হেরে গিয়েও আগামী নির্বাচনে আবারও একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এই তারকা।

সম্প্রতি দ্য বিজনেস পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে এ ইচ্ছার কথা জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এ তারকা বলেন, ২০১৮ সালে জাতীয় নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। এছাড়াও রাজনৈতিক দল জাতীয় পার্টির সাংস্কৃতিক শাখায় কাজ করেছি।

তবে জাতীয় পার্টির রাজনীতিতে মাঠ পর্যায়ে সক্রিয় ছিলেন না বলেও জানান তিনি।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা জানিয়ে হিরো আলম বলেন, যদি দেশের কোনও বড় রাজনৈতিক দল থেকে মনোনয়ন পাই এবং কোনো বাধা ছাড়াই কাজ করতে পারি তাহলে সেই দলের ব্যানারে নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারি।

তিনি জানান, আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি একজন চলচ্চিত্র প্রযোজক এবং ওই সংগঠনের একজন সদস্য।

অর্থ আত্মসাৎ, গান বিকৃতি, অপহরণ, নারী কেলেঙ্কারিসহ নানা ইস্যুতে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে সমালোচিত হিরো আলম। এসব অভিযোগে একাধিকবার হয়েছেন আইনের মুখোমুখিও। সম্প্রতি তাকে নিয়ে সংবাদও প্রকাশ করেছে বিশ্বের বহু গণমাধ্যমও।