প্রচ্ছদ ›› বিনোদন

আবারও নোরা ফাতেহির ঢাকায় আসা নিয়ে জটিলতা!

নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২২ ১৯:১৪:৫৫ | আপডেট: ১ year আগে
আবারও নোরা ফাতেহির ঢাকায় আসা নিয়ে জটিলতা!

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির ঢাকায় আসা নিয়ে নতুন করে আবারো জটিলতার সৃষ্টি হয়েছে। ১৩ নভেম্বর এক প্রজ্ঞাপনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, কর না দিয়ে ঢাকায় আসতে পারবেন না নোরা ফাতেহি। ১৫ নভেম্বর নতুন করে জাতীয় রাজস্ব বোর্ডের মূসক বাস্তবায়ন (পণ্য) শাখা আরেক প্রজ্ঞাপনে জানায়, অনুমতি ছাড়া নোরার ঢাকায় আসা বিধির লঙ্ঘন।

রাজস্ব বোর্ডের নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশী শিল্পীর সহযোগে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা ‘সংযোজনী ক’ মোতাবেক সংশ্লিষ্ট ভ্যাট দপ্তরের ঘোষণা প্রদান, ব্যাংক গ্যারান্টি জমা ও অনুমতি গ্রহণে বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট ভ্যাট বিভাগীয় দপ্তরে যোগাযোগ করে জানতে পারে, নোরাকে আনার আয়োজক কর্তৃপক্ষ এ সংক্রান্ত কোনো ঘোষণা ও ব্যাংক গ্যারান্টি দাখিলসহ অনুমতি গ্রহণ করেনি।

দ্বিতীয় সচিব আব্দুস সাদেকের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আয়োজক প্রতিষ্ঠান কর্তৃক আগামী ১৮ নভেম্বর নোরার অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে টিকেট বিক্রি শুরু করেছে এই মর্মে জানা যায়, যা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালার পরিপন্থি।

এ অবস্থায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এবং মূল্য সংযোজক কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬ ও অভ্যন্তরীন সম্পদ বিভাগ কর্তৃপক্ষ জারিকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নং-১৯৯-আইন/২০১৯/৫৬-মূসক তারিখ ১৩/০৬/২০১৯ অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণপূর্বক জাতীয় রাজস্ব বোর্ডকে অবহিতকরন এবং বিদ্যমান আইন ও বিধিমালা লঙ্ঘন করে এ জাতীয় বাণিজ্যিক অনুষ্ঠানের আয়োজন কোন আয়োজক যাতে না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য নির্দেশের অন্যরোধ করা হয়েছে।

এর আগে গত ৭ নভেম্বর সংবাদ মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড জানতে পারে যে, উইমেন লিডারশিপ করপোরেশনের ব্যবস্থাপনায় ১৮ নভেম্বর ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২ উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারির শুটিং হবে। এতে অংশগ্রহণের জন্য নোরা ফাতেহিকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিদেশি শিল্পীদের বাংলাদেশের যে কোনো ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চুক্তিপত্রে উল্লিখিত পারিশ্রমিক ছাড়াও অন্যান্য সব খরচ তথা, বিমান বা অন্যান্য পরিবহনের যাতায়াত খরচ, তাদের থাকার খরচ ইত্যাদি সব প্রকার খরচের ওপর পরিশোধিত এবং পরিশোধযোগ্য মোট অর্থের ওপর আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫৬ ধারার বিধান মোতাবেক ৩০ শতাংশ হারে উৎসে আয়কর পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, এমতাবস্থায় রাজস্ব আহরণের স্বার্থে নোরা ফাতেহি ও অন্যান্য বিদেশি শিল্পীদের শুটিংয়ে অংশগ্রহণের জন্য উৎসে আয়কর প্রদানের বিষয়টি নিশ্চিত হওয়ার অনুরোধ করা হলো। মূলত নোরা ঢাকায় আসবেন ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নিতে।