প্রচ্ছদ ›› বিনোদন

আমরা সবাই একত্রিত হয়েছি সঙ্গীতের আহ্বানে

বিনোদন প্রতিবেদক
২২ জুন ২০২৩ ১৭:৫০:৩৪ | আপডেট: ১০ মাস আগে
আমরা সবাই একত্রিত হয়েছি সঙ্গীতের আহ্বানে

যদি আমরা একটু পিছনে ফিরে দেখি আজকে যে আমরা এই দিবস টি পালন করতে সমবেত হয়েছি এর অতীত কেমন ছিলো। ১৯৮৫ সালের ২১ জুন প্রথম গোটা ইউরোপ এবং পরে সারা বিশ্ব এই সঙ্গীত দিবস পালন করে।

'গান হতে হবে মুক্ত; সংশয়হীন'- এই স্লোগানকে সামনে রেখেই বিশ্বের ১১০টি দেশ যোগ দেয় এই আন্দোলনে। সেই জায়গা থেকেই আজ আমাদের বিশ্ব সঙ্গীত দিবস।

সংগীত শিল্প এবং যুগ যুগ ধরে তৈরি হউয়া সাংস্ত্রিতিক বৈচিত্র উদযাপনের জন্য নিবেদিত এই দিন। এই দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনের দিন, সঙ্গিতের শক্তি উপভোগ করার দিন।

সেই শক্তির ধারা তেই আজ আমরা একতানে সকলে মিলে আমাদের বাংলার বিভিন্ন সঙ্গীত ধারা কে সুরে এবং কথায় উদযাপন করব।

গান সব সময়ই ভালো বন্ধুর মতো পাশে থাকতে পারে।সঙ্গীতকে সাধারণত সার্বজনীন ভাষা বলা হয়, কারণ সেটি সাংস্কৃতিক এবং ভাষাগত সীমার উপরেও অতিক্রম করে।

আধুনিক
ব্যান্ড সঙ্গীত
পপসঙ্গীত
জাজসঙ্গীত

লোকগীতি
নজরুলগীতি
রবীন্দ্রসঙ্গীত
পল্লীগীতি
লালনসঙ্গীত

ব্যান্ড সংগীত

সব নিয়েই আজকের ( ২১ শে জুন ) এই বাংলাদেশ স্হপতি ইন্সটিটিউট এর এই বিশ্ব সংগীত দিবস উদযাপন । অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সহ সভাপতি ( জাতীয় বিষয়াদি ) প্রফেসর আলী নকী এবং মোহাম্মেদ জিয়াউল শরীফ, সম্পাদক, ঐতিহ্য ও সাংস্কৃতি, ২৫তম এক্সিকিউটিভ কাউন্সিল, বাংলাদেশ স্হপতি ইন্স্টিটিউট।