প্রচ্ছদ ›› বিনোদন

ইউএস টপ চার্টে 'হাওয়া'

বিনোদন ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৪:৩৭ | আপডেট: ১ year আগে
ইউএস টপ চার্টে 'হাওয়া'

দেশের পর এবার আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসিত মেজবাউর রহমান সুমন পরিচালিত 'হাওয়া'। গত ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ৭৩টি ও কানাডার ১৩ হলে মুক্তি পায় সিনেমাটি। বাংলাদেশের মতো সেখানেও আলোচিত 'হাওয়া'।

শুধু তাই নয়, বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে মুক্তির মাত্র চার দিনে ইউএস টপচার্টে চলে এসেছে 'হাওয়া'।

উওর আমেরিকায় সিনেমাটির পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব বলেন, 'কানাডা ও আমেরিকার বাংলাদেশের সিনেমার দর্শকদের আগ্রহে বক্স অফিসে একটি ঘুর্ণিঝড়ের সংকেত দেখেছিলাম আমরা। সে ঝড় যে এত বড় হবে তা ছিল আমাদের কল্পনারও বাইরে। এই আনন্দের ক্ষণে আমি প্রথমেই টিম ‘হাওয়া’ এবং টিম ‘স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ’কে অভিনন্দন জানাই। সেই সঙ্গে উত্তর আমেরিকার দর্শকদের জানাই কৃতজ্ঞতা।'

ইউএস টপচার্টে ৩০টি সিনেমার মধ্যে 'হাওয়া'র অবস্থান ২৭ নম্বরে। আরও জানা যায়, ‘হাওয়া’র গ্রস বক্স অফিস কালেকশন দুই লাখ ১৩ হাজার ৪৬১ ডলার। যার মধ্যে কানাডায় ৮৬,৩১২ ডলার, আমেরিকায় আয় করেছে ১২৭,১৪৯।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ারসহ অনেকেই।