প্রচ্ছদ ›› বিনোদন

ঈদে মুক্তি পাচ্ছে যে আট সিনেমা

বিনোদন প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৩ ১০:১২:৫৯ | আপডেট: ১ year আগে
ঈদে মুক্তি পাচ্ছে যে আট সিনেমা

শুরু থেকে আওয়াজ ছিল রোজার ঈদে মুক্তি পাবে ৯ সিনেমা। কিন্তু এখন পর্যন্ত তালিকায় আছে ৮টি। সংশ্লিষ্টদের তথ্যমতে, এই ৮ সিনেমাই বেশি হয়ে যাচ্ছে ঈদের জন্য। কারণ এত সিনেমা চালানোর মতো হল নেই! ফলে অনেক সিনেমাই দেখতে পারবেন না দর্শক। তবে অল্পসংখ্যক হল নিয়েও কোনো সিনেমা যদি দর্শক মনে জায়গা করে নিতে পারে তা হলে সেই সিনেমা হবে ব্যবসাসফল। বাড়াবে হল সংখ্যা।

চলচ্চিত্র প্রদর্শক সমিতি, বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান, পরিবেশক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘লিডার : আমিই বাংলাদেশ’, ‘শত্রু’, ‘লোকাল’, ‘জ্বীন’, ‘কিল হিম’, ‘পাপ’, ‘আদম’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’ এই আট ছবি মুক্তি পাবে। এতগুলো ছবি মুক্তির কারণে বর্তমানে চালু ৬০টির মতো প্রেক্ষাগৃহের বাইরে ঈদে আরও শতাধিক বন্ধ প্রেক্ষাগৃহ চালু হবে।

প্রাপ্ত তথ্যমতে, প্রেক্ষাগৃহ বুকিংয়ে এগিয়ে আছে শাকিব খান অভিনীত ‘লিডার : আমিই বাংলাদেশ’। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ‘লিডার : আমিই বাংলাদেশ’ ৯৮টির মতো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। এর পরই আছে ‘শত্রু’ ৩৩টি, ‘কিল হিম’ ২৭টি, ‘জ্বীন’ ১৫টি, ‘পাপ’ ১৫টি, ‘লোকাল’ ১০টি, ‘প্রেম প্রীতির বন্ধন’ ১২টি, ‘আদম’ ৫টি।

এবারের ঈদের সবচেয়ে বড় বাজেটের সিনেমা ‘কিল হিম’। এ সিনেমার মাধ্যমে প্রথমবার নিজেদের প্রযোজনার বাইরে ভিন্ন কোনো প্রডাকশনে অভিনয় করেছেন অনন্ত জলিল ও বর্ষা। সিনেমায় আরও রয়েছেন চিত্রনায়ক রুবেল ও মিশা সওদাগর।

বছরদুয়েক ঝুলে থাকার পর ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’। এর নায়িকা শবনম বুবলী।

জাজ মাল্টিমিডিয়ার আছে দুটি সিনেমা। এর মধ্যে একটি ‘জ্বীন’। অভিনয় করেছেন আবদুন নূর সজল ও পূজা চেরি। অন্যটি ‘পাপ’। এ সিনেমায় অভিনয় করেছেন জিয়াউল রোশান ও ববি।

ঈদে শবনম বুবলী অভিনীত আরও একটি সিনেমা ‘লোকাল’। এ সিনেমায় তার নায়ক আদর আজাদ। ট্রেলার ও গান প্রকাশের পর সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে।

বাপ্পি চৌধুরী অভিনীত ‘শত্রু’ নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে দর্শকের। সিনেমার নায়িকা জাহারা মিতু।

এদিকে অপু বিশ্বাস অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিতে তার নায়ক জয় চৌধুরী। দর্শক আগ্রহ খুব একটা দেখা যাচ্ছে না ছবিটি নিয়ে।

ঈদ উপলক্ষে সারাদেশে বন্ধ থাকা শতাধিক প্রেক্ষাগৃহ চালু হচ্ছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন। এমনিতে ৫০-৬০টি চলমান ছিল।

তিনি জানান, ঈদ এলেই ডিস্ট্রিবিউটররা বলেন, এই হল, ওই হল চালু করেন। মিয়া আলাউদ্দিন বলেন, ‘আমি যখন চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক, তখন ১ হাজার ৪০০ সিনেমা হল ছিল বাংলাদেশে। সর্বোচ্চ সিনেমা মুক্তি পায় ১৩টি। সুপার ফ্লপ ছবিটা ৬০-৭০টি হলে রিলিজ হয়। ওই সময় তো এখন আর নেই। এবার যেটা হচ্ছে, অসম প্রতিযোগিতা। ধীরেসুস্থে ছবি এলে ভালো হতো। পরিস্থিতি খুব সুখকর নয়।