প্রচ্ছদ ›› বিনোদন

এবার উত্তর আমেরিকায় মুক্তি পাবে ‘গলুই’

বিনোদন ডেস্ক
২৪ জুন ২০২২ ১৬:০০:০২ | আপডেট: ১ year আগে
এবার উত্তর আমেরিকায় মুক্তি পাবে ‘গলুই’

আমেরিকা প্রবাসী বাঙালিদের ঈদুল আযহার উদযাপনের সঙ্গী হতে যাচ্ছে ‘গলুই’৷ আগামী ৮ জুলাই থেকে উত্তর আমেরিকায় ২৪টি স্টেটের ৫৮টি সিটিতে ১০০ এর অধিক সিনেমা হলে চলবে গলুই’। সিনেমাটি পরিবেশনায় রয়েছে বায়োস্কোপ ফিল্মস।

বৃহস্পতিবার বায়োস্কোপ ফিল্মসের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক এসএ হক অলিক এবং বায়োস্কোপ ফিল্মসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিপু বড়ুয়া।

এই প্রসঙ্গে গণমাধ্যমকে নিপু বড়ুয়া বলেন, 'এটা খুবই আশার কথা যে আমাদের সিনেমা আন্তর্জাতিকভাবে মুক্তির পথে এখন এগোচ্ছে। এতে ইন্ডাস্ট্রিতে যেমন ভালো সিনেমার সংখ্যা বাড়বে, তেমনি প্রযোজকরাও লগ্নি করতে আগ্রহী হবেন। বায়োস্কোপ ফিল্মস এর এমন উদ্যোগ সামনে আরও বাড়বে।'

সরকারি অনুদানের গলুই সিনেমাটি গত রোজার ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও পূজা চেরী৷ এছাড়া আরও অভিনয় করেছেন আলি রাজ, আজিজুল হাকিমসহ আরও অনেকে।